গঙ্গাচড়া (রংপুর), ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় ১০৬টি মন্ডপে শারদীয় দুূর্গোৎসবের আয়োজন চলছে বেশ জোড়েসোড়ে। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। চলছে প্রতিমার গায়ে তুলির আঁচর। দুূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষে গোটা উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢাকতে কাজ করছে প্রসাশন।
জানা গেছে, উপজেলার ৯ ইউনিয়নে ১০৬টি মন্ডপে পূজা অর্চনা করবে হিন্দুধর্মাম্বলীরা। এর মধ্যে বেতগাড়িতে ২৭, আলমবিদিতরে ১৫, নোহালীতে ১৭, বড়বিলে ১৩, কোলকোন্দে ১০, গঙ্গাচড়ায় ১৭, লক্ষীটারীতে ৩, গজঘন্টায় ৩, মর্ণেয়ায় ১টি মন্ডপ রয়েছে। অধিকাংশ মন্ডপে প্রতিমা তৈরির মূল কাজ শেষ হয়েছে।
এখন চলছে প্রতিমায় রং করার কাজ। উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন। তাই রকমারি আলোকসজ্জায় মন্ডপ ও আশপাশের এলাকা সাজাতে রাত-দিন কাজ করছে পূজা মন্ডপসমূহের কতৃপক্ষ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ক্ষ্যান্ত রাণী রায় জানান, উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে প্রতিমা তৈরি করছে পূজারীরা। তবে গতবছরের তুলনায় এবার ব্যয় বেশি হচ্ছে।
অপরদিকে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলতে কাজ করছে উপজেলা প্রসাশন। প্রতিটি মন্ডপ নিরাপত্তায় নিয়োগ করা হবে আনসার সদস্য। প্রতিটি ইউনিয়নে থাকবে একটি করে ভ্রাম্যমান টহল টিম। এছারাও থাকবে সাদাপোশাক ধারী পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালনা করবেন ভ্রাম্যমান আদালত। খোলা থাকবে উপজেলা প্রশাসনের কার্যালয়সহ ইউনিয়ন পর্যায়ে একটি করে কন্ট্রোল রুম।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, শারদীয় দুর্গাৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যেন অনুষ্ঠিত হয় এজন্য প্রতিটি পুজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হবে।
এবিএন/স্বপন/জসিম/এমসি