![রাজবাড়ীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রেস ব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/19/press_abnews_100745.jpg)
রাজবাড়ী, ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : রাজবাড়ীতে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
আজ মঙ্গলবার বেলা ১২টায় জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে, আমাদের অর্থনীতির প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইউসুফ মিয়া, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ জাহাঙ্গির হোসেন, ৭১ টিভির প্রতিনিধি ও রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি রবিউল ইসলাম খন্দকার, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমানসহ মোট ৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি