![খাগড়াছড়িতে অবরোধকারীদের সাথে আ’লীগের সংঘর্ষে আহত ১৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/19/khagrachari_abnews_100748.jpg)
খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : পার্বত্য জেলা খাগড়াছড়ি অবরোধ সমর্থকদের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার শহরের বাস টার্মিনালা ও চেঙ্গী স্কোয়ারে জেলা আওয়ামীলীগের কর্মসূচিতে যোগ দিতে আসা কর্মীদের সাথে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটে।
পানছড়ি উপজেলা থেকে আসা চেঙ্গী স্কোয়ারে ঘটনায় আহতরা হলেন পানছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান লোকমান হোসেন (৫০), বীর মুক্তিযোদ্ধা আকবর আলী (৭০), যুবলীগের মো: আমজাদ হোসেন (৩৫), মো: আলাল (২৮), মো: আবুল কাশেম (২৫), মো: জহির (২২), দীন ইসলাম (২৬), ছাত্রলীগের ইউপির সভাপতি মো: রুবেল (২৮), শিরু(২৫), মো: নাইম (২২), মো: দেলোয়ার (২০)।
বাস টার্মিনালে আহতরা হলেন মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান (২৮), সদস্য রিমন (২১), খায়রুল জামান রাহাত (২৮)। প্রতিপক্ষের হামলার আহতরা হলেন পানছড়ির যুবলীগের সাবেক মেম্বার মো: আসিফ করিম (৩৪), রুবেল (৩৯), বেতছড়ি মো: আলমগীর হোসেন (৩১)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চেঙ্গী স্কোয়ারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি বহর থামিয়ে তাদের নামতে বাধ্য করে পিকেটাররা। এ সময় তাদের মাঝে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। জনপ্রতিনিধি আ’লীগ ও সতন্ত্র দুই গ্রুপের দ্বন্দ্বে উত্তপ্ত খাগড়াছড়ি ১৮জন আহত হয়। আওয়ামী লীগের দুই গ্রুপ ও জনপ্রতিনিধিরে দুই গ্রুপের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ি।
আজ মঙ্গলবার সকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলা থেকে গাড়ী বহরে শহরে আসার সময় জাহেদুল আলমের গ্রুপের নেতাকর্মীরা গাড়ী থেকে নামিয়ে চেঙ্গী স্কোয়ারে মারধর করেছে। এতে ১৫জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করা হয়। আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, নেতাকর্মীরা সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসছিল পথে হামলার শিকার হওয়া খুবই দুঃখজনক।
উল্লেখ্য, গত ২৫শে আগস্ট পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও কর্মসূচির ডাক দেয় জনপ্রতিনিধিদের সংগঠন জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
জনপ্রতিনিধির একটি গ্রুপ ১৩ সেপ্টেম্বর জেলা পরিষদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার জন্য সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ঘোষনা করে। এই কমিটির ব্যানারে গতকাল সোমবার সকাল সন্ধ্য হরতাল ও বৃহস্পতিবার পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি