![মানিকগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/20/lash@abnews_100786.jpg)
মানিকগঞ্জ, ২০ সেপ্টেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফোর্ডনগর এলাকা থেকে মঙ্গলবার রাতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ধল্লা-ফোর্ডনগর পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম জানায়, মঙ্গলবার রাতে ফোর্ডনগর গ্রামের হাসান খানের বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ে ভাসমান যুবকের মরহেদ উদ্ধার করে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। গায়ে লুঙ্গি পড়া মরদেহটি পচে গেছে। ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগে সে মারা গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে সিংগাইর থানায় একটি মামলার দায়ের করা হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর