![তারাগঞ্জে বিনামূল্যে ব্যবসায়িক টুলস বিতরন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/20/babshai@abnews_100792.jpg)
তারাগঞ্জ, ২০ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জে মোবাইল ফোন সার্ভিসিং এবং ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে বিনামূল্যে টুলস বিতরন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রন্তিক যুবদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান প্রকল্পের আয়োজনে ভিএসও বাংলাদেশ এর সহযোগীতায় এমজেএসকেস এর বাস্তবায়নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি আতিয়ার রহমান, সমাজ সেবা অফিসার শাহিনুর ইসলাম, যুব অফিসার আব্দুর রশিদ, ভিএসও প্রতিনিধি শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজ, এসএম মহিউদ্দিন আজম কিরন, আফজালুল হক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেদী হাসান, আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রজেক্ট অফিসার ইলিয়াছ আলী। আলোচনা শেষে বিশ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে বিনা মূল্যে ব্যবসায়িক টুলস বিতরণ করা হয়।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর