![তারাগঞ্জে প্রতিবন্ধি ব্যক্তিবর্গের অধিকার বিষয়ক আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/20/taragonj-map@abnews_100794.jpg)
তারাগঞ্জ, ২০ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জে প্রতিবন্ধি ব্যক্তিবর্গের অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং তারাগঞ্জ কুষ্ঠ ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি আতিয়ার রহমান, সমাজ সেবা অফিসার শাহিনুর ইসলাম, যুব অফিসার আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজ, এসএম মহিউদ্দিন আজম কিরন, আফজালুল হক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন সুপার ভাইজার জিতেন্দ্র নাথ ঋষি, সিডিএফ কোঅর্ডিনেটর প্রতিমা রানী সেন, সংস্থার সভাপতি শামছুল ইসলাম, সম্পাদক বিনয়, ক্যাশিয়ার এন্তাজ, সদস্য আমেনা, বিষু, হযরত প্রমুখ।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর