![জামালপুরের বেবী জাতীয় সংসদের প্যানেল স্পিকার মনোনীত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/20/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_100884.jpg)
জামালপুর, ২০ সেপ্টেম্বর, এবিনিউজ : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জামালপুরের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী জাতীয় সংসদের প্যানেল স্পিকার মনোনীত হয়েছেন। জানা যায়, মাহজাবিন খালেদ বেবীর পিতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম ছিলেন মহান মুক্তিযুদ্ধকালীন ২নম্বর সেক্টরের কমান্ডার ও কে ফোর্সের অধিনায়ক। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার প্রথম বিচার দাবী করায় খালেদ মোশারফকে হত্যা করা হয়। বেবীর চাচা মরহুম রাশেদ মোশাররফও রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জামালপুর-২,ইসলামপুর আসন থেকে ছয়ছয় বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে রাশেদ মোশাররফ ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। মাহজাবিন খালেদ রাজনীতির সাথে জড়িয়েছেন মানুষের কল্যাণের জন্য।
তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পৌর এলাকার মোশাররফগঞ্জ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালের ১৬ ডিসেম্বর জন্ম গ্রহন করেন। ১৯৮৩ সালে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন তিনি। একই কলেজ থেকে এইচএসসি পাশ করেন ১৯৮৫ সালে। এরপর, ১৯৮৯ সালে ভারতের দার্জিলিংয়ের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির লরেটো কলেজ থেকে জিওগ্র্রাফিতে বিএ পাশ করেছেন তিনি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর ফরেন অ্যাফেয়ার্সের মেম্বার হিসেবে তিনি দেশের কূটনৈতিক যোগাযোগের দক্ষতা বাড়াতে ইতোমধ্যে ডেলিগেট টিমের সাথে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবেও বিভিন্ন দেশে গিয়েছেন।
মাহজাবিন খালেদ বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ার পর থেকে বাংলাদেশের বৈশ্বিক উন্নয়ন, অগ্রগতি এবং গণতন্ত্র বিকাশে তাঁর অবদান অপরিসীম। তাঁর সিদ্ধান্ত গ্রহণে দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব এবং জনকল্যাণমুখী চিন্তা-চেতনা বৈশ্বিক রাজনীতি বিমুখ মানুষকে রাজনীতি সচেতন করেছে। দলকে করেছে বলীয়ান। তিনি একদিকে যেমন বৈশ্বিক নের্তৃত্বের এক বিস্ময়কর সাফল্য দেখিয়ে দেশ-বিদেশে ঈর্ষণীয় হয়েছেন। অপর দিকে জনসেবায় বিচক্ষণতা ও নেতৃত্বের দৃঢ়তায় তিনি পিতৃভূমি ইসলামপুর উপজেলাকে এক নতুনরূপে গড়ে তুলবেন। একাধিক গ্রুপে বিভক্ত স্থানীয় আওয়ামী লীগকে তিনি ইতোমধ্যে সু-সংগঠিত করে দলকে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তৃর্ণমূলে যেমন তিনি আন্তর্জাতিক পর্যায়েও তেমন-ই তাঁর নাম উচ্চারিত হচ্ছে। দেশী-বিদেশী ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও তাঁর হাত ধরে বৈশ্বিক সফলতা এসেছে দেশী ও আন্তর্জাতিক পর্যায়ে।
কূটনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের মতো সব ক্ষেত্রেই ইর্ষনীয় সাফল্য দেখিয়েছেন। বিশ্বব্যাপী তাঁর বৈশ্বিক নেতৃৃত্বে বাংলাদেশ আজ সমাদৃত। বৈশ্বিক সম্পর্কে গুরত্বপূর্ণ হয়ে উঠেছে ১৬ কোটি মানুষের এই বাংলাদেশ। ফলে ৯২ ভাগ এই মুসলমানের দেশে ধর্মীয় সোহাদ্য-স¤প্রীতিও বিদ্যমান।বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের প্রসঙ্গে বৈশ্বিক সচেতনতা বাড়াতেও কাজ করছেন মাহজাবিন খালেদ। জাতিসংঘের সাধারণ পষিদের অধিবেশনে বাংলাদেশি ডেলিগেটদের অংশ হিসেবে চাইল্ড রাইটস ককাস ও ক্লাইমেট পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।কর্মজীবনে তিনি বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে তিনি জাতীয় স্বার্থে সমকালীন বিষয়াদি, আইনের শাসন, মানবাধিকার, ইকোনমি, ইন্টারফেইথ ইস্যুজ, পিস, এবং প্রতিবন্ধী মানুষদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছেন। তাই সমাজ সেবার নানা মূখী কর্মকান্ডে পাশা পাশি পৈতৃক দেশাত্ত্ববোধের টানেই তার রাজনীতিতে পদার্পণ। তাই খুবই অল্প সময়ে মাহজাবিন খালেদ বেবী দেশের সেবেক হয়ে কাজ করার পাশাপাশি নিজে এলাকা ইসলামপুরের উন্নয়নের কর্মকান্ড, আওয়ামীলীগ রাজনীতি ও দলীয় কর্মকান্ডে নানা মূখী অবদান রাখছেন।
তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে নিজ এলাকা ইসলামপুরে প্রতিনিয়ত খুজঁ খবর নেওয়াসহ উপজেলা ও পৌর শহরসহ প্রতিটি ইউনিয়নে গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন। রাজনৈতিক পরিবারের বড় হওয়া বেবি এমপি হওয়ার পর তার সফলতার আলো ছড়িয়ে এলাকার মানুষের মাঝে ও হৃদয়ে মিশে গেছেন। মাহজাবিন খালেদ এমপি ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের দলের প্রবীণ ও ত্যাগীনেতাকর্মীসহ সকল নেতাকর্মীদের সমন্বয়ে আওয়ামীলীগের নৌকার পাল তুলে র্দীর্ঘ দিন ধরে তিনি এলাকার উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন।
আগামী সংসদ নির্বাচনে আসনটিতে মহান জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহজাবিন খালেদ বেবী এমপি’র মতো যোগ্য প্রার্থী দলীয় মনোয়ন পেলে আবারও আওয়ামীলীগের ঘরে এ আসনের বিজয়ের পতাকা উঠবে বলে এলাাকায় গুনজন চলছে। দেশের কল্যাণে নিবেদিক কর্মধারা প্যানেল স্পিকার মাহজাবিন খালেদকে দেশ ও জাতি গঠনে আরো উন্নত শিখরে নিয়ে যাবে এটাই এলাকাবাসীর প্রত্যাশা করছেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা