![পদ্মায় নদীতে ফেরি থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/20/attothota_100928.jpg)
মানিকগঞ্জ, ২০ সেপ্টেম্বর, এবিনিউজ : পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় ফেরি থেকে নদীতে লাফ দিয়ে অাত্নহত্যা করেছে এক যুবক। অাত্নহত্যা করা যুবক ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লুৎফর রহমানের পুত্র মঞ্জুর রহমান (৩৫)।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
পাটুরিয়া ফেরিঘাট থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, দুপুরে যাত্রী ও যানবাহন বোঝাই করে নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল ফেরি গোলাম মওলা। পরে মাঝ পদ্মায় পৌঁছালে ফেরি থেকে নদীতে লাফ দেয় মঞ্জুর।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবালয়ের উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে। অাইনগত প্রক্রিয়ার পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/রাজ্জাক