বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তারাগঞ্জে বালাবাড়ী লোকাল বাসস্ট্যান্ডের দাবীতে আলোচনা সভা

তারাগঞ্জে বালাবাড়ী লোকাল বাসস্ট্যান্ডের দাবীতে আলোচনা সভা

তারাগঞ্জে বালাবাড়ী লোকাল বাসস্ট্যান্ডের দাবীতে আলোচনা সভা

তারাগঞ্জ, ২০ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইকরচালী ইউনিয়নে বালাবাড়ীতে লোকাল বাসস্ট্যান্ডের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসনিক জন প্রতিনিধির উপস্থিতে ঐ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আফজাল হোসেন।

প্রধান অতিথি হিসাবে ঐ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, তারাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লাহেল বাকী, ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুল হক, মনতাজুর রহমান মনতাজ, ইউপি সদস্য রহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি আনিছুর রহমান লিটন এলাকার জন দুর্ভোগ মানুষের বিষয়ে কিছু কথা তুলে ধরেন।তারাগঞ্জে বালাবাড়ী লোকাল বাসস্ট্যান্ডের দাবীতে আলোচনা সভা

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা এবং ইকরচালী ইউনিয়নের বাসিন্দা হিসাবে বলব বালাবাড়ী একটি প্রাচীন বাজার হিসাবে মহাসড়কে লোকাল বাসস্ট্যান্ড হওয়া অত্যন্ত জরুরী। যেখানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রী রয়েছে। তাদের যাতায়তের সুবিধার জন্য মালিক ও শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষের নিকট বিষয়টি সুবিবেচনার জন্য জোর দাবী করছি।

তারাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লাহেল বাকী বলেন, আমি এখানকার আপামর জনসাধারনের বিষয়টি একাধিক বার তুলে ধরেছি। আপনারা এলাকাবাসী একত্রিত হয়ে গণস্বাক্ষর করে একটি তালিকা প্রনয়ন তৈরী করবেন। তাহলে স্থানীয় জনপ্রতিনিধি ও আমার ভূমিকা পালনে সুবিধা হবে।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত নাানা সমস্যার স্বীকার হই। সমাধান করতে গেলে স্থানীয় প্রশাসন তাতে বাধা দেয়। বিভিন্ন অজুহাত দেখিয়ে তালবাহনা করে এরিয়ে যায়। আমার জোর দাবী এলাকাবাসীর সুবিধার্থে বালাবাড়ীতে লোকাল বাসস্ট্যান্ড করা হউক।

এছাড়াও স্থানীয় আশেপাশের ১০ গ্রামের ভুক্তভোগী জনসাধারন তাদের যাতায়তের সমস্যা সমাধানের জন্য আলোচনা সভার বক্তাদের মতামতের সাথে সহমত পোষণ করেন।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত