
মানিকগঞ্জ, ২০ সেপ্টেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে মনজুরুল (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনজুরুল ঝিনাইদহ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘিওর ফায়ার স্টেশনের লিডার শহীদুল ইসলাম জানান, নিহত মনজুরুল পাটুরিয়ার ৫নং ফেরি ঘাট থেকে ছেড়ে যাওয়া ভাষা সৈনিক গোলাম মওলা ফেরির যাত্রী ছিলেন। ফেরিটি মাঝ নদীতে পৌঁছলে তিনি ফেরি থেকে নদীতে পড়ে গিয়ে ফেরির বয়া ধরে ঝুলতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্পীডবোট নিয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মনজুরুলকে উদ্ধার করে। পরে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/জনি/জসিম/জেডি