বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বজ্র বিপর্যয়রোধে গ্রামীণ জনপদে তালগাছ রোপন কার্যক্রম

বজ্র বিপর্যয়রোধে গ্রামীণ জনপদে তালগাছ রোপন কার্যক্রম

বজ্র বিপর্যয়রোধে গ্রামীণ জনপদে তালগাছ রোপন কার্যক্রম

শ্রীমঙ্গল, ২১ সেপ্টেম্বর, এবিনিউজ : সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রনিরোধক তালগাছ রোপন কার্যক্রম শুরু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের মতো শ্রীমঙ্গলেও এই কার্যক্রম বাস্তবায়নে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। শ্রীমঙ্গলে গ্রামীণ রাস্তায় ও জনপদে ২০ হাজার বজ্রনিরোধক তালগাছ রোপন করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসুচির আওতায় বজ্রনিরোধের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে গ্রামীণ রাস্তায় ও জনপদে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা ত্রাণ শাখা থেকে এই কার্যক্রম বাস্তবায়িত করা হবে।

একটি দায়িত্বশীল সুত্র জানায়, সম্প্রতি সারাদেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বজ্রপাতের ঝুকিহ্রাসে গ্রামীন জনপদে তালগাছের একটি ইতিবাচক ভুমিকা রয়েছে। বাংলাদেশে ঐতিহাসিকভাবে গ্রামীণ এলাকায় রাস্তার দুইপাশে তালগাছ রোপন করা হতো। এতে প্রাকৃতিকভাবে বজ্রপাতের ঝুকি হ্রাস ঘটতো।

সুত্র জানায়, বিগত ২০১৬ সালের ১৩ অক্টোবর ' আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস' এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বজ্রপাতের ঝুকিহ্রাসে তালগাছ রোপনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে চলতি ২০১৬-২০১৭ অর্থ বছর থেকে বজ্রপাতের ঝুকি হ্রাসকল্পে কাবিটা কর্মসুচিতে নির্মিতব্য রাস্তার একপাশে বা দুইপাশে তালগাছ রোপনের কর্মসুচি গ্রহণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, শ্রীমঙ্গল উপজেলায় ২০ হাজার তালগাছ রোপনের লক্ষ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই গ্রামীণ জনপদে তালগাছ রোপন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত