বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আগৈলঝাড়ায় খোলা বাজারে চাল বিক্রি শুরু

আগৈলঝাড়ায় খোলা বাজারে চাল বিক্রি শুরু

আগৈলঝাড়া (বরিশাল), ২১ সেপ্টেম্বর, এবিনিউজ : চালের বাজার স্থিতিশীল রাখতে আগৈলঝাড়ায় তিনটি ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে খোলা বাজারে সিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদ পাইকের দোকানে চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সমন্বয়কারী আবু সালেহ মো. লিটন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত। এ সময় ওসিএলএসডি মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

খাদ্য কর্মকর্তা জানান, প্রতিদিনি একজন ডিলার ১টন করে খাদ্যশস্য বিক্রি করতে পারবেন। ৩০টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে উপজেলার যে কোন এলাকার লোক এই চাল কিনতে পারবেন।

সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই দিন উপজেলা সদরে নিয়োগকৃত অপর ডিলার অনিমেষ মন্ডল ও ফাইজুল সন্যামতও চাল বিক্রি কার্যক্রম শুরু করেছেন।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত