![কোটালীপাড়ায় মাস ব্যাপী সাতার প্রশিক্ষণ উদ্ভোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/21/seminar_abnews_101054.jpg)
গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর, এবিনিউজ : গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি- ২০১৭-১৮ এর আওতায় কোটালীপাড়া উপজেলায় অনূর্ধ ১৫ বছর বয়স্ক ছেলেদের মাস ব্যাপী সাতার প্রশিক্ষন অনুষ্ঠানের উদ্ভোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপালগঞ্জ মোখলেছুর রহমান সরকার।
এ সময় প্রধান অতিথি, জেলা প্রশাসক মোখলেছুর রহমান সরকার, উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে সাতার প্রশিক্ষন অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন। উক্ত প্রশিক্ষনে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫ বছরের নিচের ৩২ জন প্রশিক্ষনার্থীকে বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার এস এম ফিরোজুল আহ্সান।
এ সময় অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান- লক্ষী রানী সরকার, জেলা ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারী আ: মান্নান (মানী), উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার দেবাশীস বাকচী প্রমূখ।
উক্ত সাতার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন মো: নুরুল ইসলাম।
এবিএন/আরমান খান জয়/জসিম/এমসি