রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ৯

নাইক্ষ্যংছড়ি সীমান্তে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ৯

নাইক্ষ্যংছড়ি সীমান্তে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ৯

বান্দরবান, ২১ সেপ্টেম্বর, এবিনিউজ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের সাপমারা ঝিরি-বড় ছনখোলা এলাকায় রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আরো ৬জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহষ্পতিবার সকালে বান্দরবান রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাবার সময় ট্রাকটি চাকঢালার বিজিবি ক্যাম্প এলাকায় উল্টে যায়। এতে ৬জন ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের মধ্যে গুরুতর ৬জনকে হাসপাতালে নেয়ার পথে ৩জন মারা যায়।

নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান।

বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ট্রাকটি মিয়ানমার সীমান্তের চাকঢালা এলাকায় যাচ্ছিল।

এ সময় চাকঢালা এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত