![রোহিঙ্গাদের হত্যা বন্ধ ও সুচির নোবেল প্রত্যাহারের দাবিতে মানবন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/21/manobbondhon_abnews_101117.jpg)
মাদারীপুর, ২১ সেপ্টেম্বর, এবিনিউজ : মায়ানমারের জাতিগত সহিংসতায় রহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের ও ওয়াং সান সুচির নোবেল ফিরিয়ে নেওয়ার দাবিতে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আজ বৃহঃবার সকাল ১০টায় মাদারীপুর জেলা প্রশাসকে কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলার কর্মরত আইনজীবীরা।
রহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন ও পতিবাদ সমাবেশ করে আইনজীবীরা। এ সময় বিভিন্নবক্ত্যরা বলেন ‘মিয়ানমারের মুসলমান নর-নারী, ও শিশুদের নিষ্ঠুরভাবে গণহত্যা চালানো হচ্ছে। গরুছাগলের মত তাদেরকে জবাই করে শরীর থেকে চামড়া তুলে নেওয়া হচ্ছে।
এই ঘটনা ঘটার পরেও বিশ্বমানবাধিকার সংস্থা কিভাবে নিচ্ছুপ থাকে। তারা আজ কেন এই বরবরতা নিয়ে উদ্বিগ্ন হচ্ছে না। প্রয়োজনে আমরা রহিঙ্গা মুসলিমদের সহযোগীতা করতে প্রস্তুত আছি। এসময় সমাবেশে মায়ানমারে মুসলিম হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়া এবং ওয়াং সান সুচির নোবেল ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানায় জেলা আইনজীবী সদস্যরা।
বর্তমান প্রধানমন্ত্রী রহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তারা আরও বলেন আমরা সবসময় প্রস্তুত আছি রহিঙ্গা মুসলিমদের বাচাতে। এরপর মানবন্ধন থেকে রহিঙ্গা মুসলিমদের জন্য ত্রান কেনার জন্য টাকা তোলা হয় যে যার সামর্থ অনুযায়ী টাকা দিয়ে সহযোগীতা করে।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ¦ এ্যাডঃ হাবিবুর রহমানের সভাপত্বিতে ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ বাবুল আকতারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ ওবাইদুর রহমান খান কালু, এ্যাডঃ জাফর আলী মিয়া, এ্যাডঃ জামিনুর হোসেন মিঠু, এ্যাডঃ সাইফুল শরীফ সহ প্রমুখ্য।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি