শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে বন সচিবের লাউয়াছড়া ও টিম্বার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন

শ্রীমঙ্গলে বন সচিবের লাউয়াছড়া ও টিম্বার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন

শ্রীমঙ্গলে বন সচিবের লাউয়াছড়া ও টিম্বার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন

শ্রীমঙ্গল, ২১ সেপ্টেম্বর, এবিনিউজ : আজ বৃহস্পতিবার দুপুরে পরিবেশ ও বন সচিব মো. ইসতিয়াক আহমদ লাউয়াছড়া জাতীয় পার্ক ও রাবার ডিভিশনের টিম্বার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন। দুপুরে তিনি লাউয়াছড়া পার্ক ঘুরে দেখেন এবং কিছু বন্যপ্রাণী অবমুক্ত করেন। বন্যপ্রানীর মধ্যে ছিল একটি অজগর সাপ, একটি ডাইপার সাপ, একটি মেছোবাঘ, দুইটি মার্বেল ক্যাট ও একটি লজ্জাবতি বানর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো।

আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জেরর ইউএনও মাহমুদুল হক, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সহকারি বন সংরক্ষক মো. তবিবুর রহমান, বন বিভাগের সহকারি বন সংরক্ষক রাজেশ চাকমা ও বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব প্রমুখ।

পরে বন সচিব শ্রীমঙ্গলের রাবার ভবন সংলগ্ন টিম্বার প্রসেসিং প্লান্ট পরিদর্শন করেন। তিনি টিম্বার ট্রিটমেন্ট প্রসেসিং এর বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং রাবার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত