![খাগড়াছড়িতে ঐতিহ্যবাহি য়ংন্ড বৌদ্ধ বিহারের বিশ্ব শান্তি কামনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/22/khagrachari_abnews_101272.jpg)
খাগড়াছড়ি, ২২ সেপ্টেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলা শতবর্ষে ঐতিহ্যবাহি য়ংন্ড বৌদ্ধ বিহারের বিশ্ব শান্তি কামনায় ২৮বুদ্ধসহ ১ বোধিস্বত্ব গনের উদ্দেশ্যে বড় ১টি স্বর্ন ছাতা, সেট সাদা কাপড়ের ধব্জা, ৩ ফুট লম্বা ৭টি বড় মোমবাতি, বিভিন্ন রকমের হাজার ফুল, কোক্কা, ধব্জা, পাখা, ছাতা, ধর্মীয় পতাকা, পিঠা, মিষ্টান্ন, তরকারী, ফল, পানিসহ ছাবাইক পূর্নছোয়াইং পূজা মহাদান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মন্দির প্রাংগনে খাগড়াছড়ি পার্বত্য জেলার বৌদ্ধ জনসাধারন উদ্যোগে য়ংন্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আকায়েংসা মহাথেরো উপস্থিত দায়ক-দায়িকাদের মাঝে ধর্মদেশনায় দেন। দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ খাগড়াছড়ি জেলা শাখার সহযোগীতায়” পজ্ঞ্চ গুনং অহং বন্দামি সর্ব্বদা” বাংলাদেশের সর্ব প্রথম বুদ্ধ ধাতু জাদির প্রতিষ্ঠাতা খিয়ংওয়া কিয়ং রাজগুরু বিহারের সুযোগ্য বিহারধ্যক্ষ, প্রাক্তন জর্জ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় ব্যক্তিত্ব, শ্রীমৎ উপঞঞা জ্যোতি মহাথের মহোদয়ের পক্ষে সম্ময়ক শিষ্য ড. কংজঅং চৌধুরী লিংকন।
উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহি য়ংন্ড বৌদ্ধ বিহারের দানীয় প্রতিষ্টা লগ্নে দাতা কংহ্লাচাই চৌধুরী। এ সময় জেলার ৯টি উপজেলার বৌদ্ধ ভিক্ষু, শিষ্যগণ, দায়ক-দায়িকা, এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে শতশত কবুতর, ঘুঘু, টিয়া, লাভবার্ডসহ বিভিন্ন স্থলজ প্রজাতির পাখি-অবমুক্তকরণ ও বিশেষ সময়োপযোগী দান।
বিভিন্ন প্রজাতির জলজ ১০ হাজারের অধিক শামুক, ঝিনুকসহ কচ্ছপ, মাগুর, শিং, কৈ, টাকি, বাইন, কইচ্ছা, মাছ অবমুক্তকরণ ও বিশেষ সময়োপযােগী দান। বিকেলে প্রদীপ পূজা ও পজ্ঞ্চশীল গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি