শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

জবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জবি (ঢাকা), ২১ সেপ্টেম্বর, এবিনিউজ : আজ (২২ সেপ্টেম্বর-২০১৭, শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ একযোগে মোট আটটি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩:০০ থেকে ৪:০০টা পর্যন্ত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এবার ‘বি’ ইউনিটের [কলা অনুষদ, সামাজিকবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস (আইএমএল) অন্তর্ভুক্ত)] ৭৭৮টি আসনের বিপরীতে ১৮,৭৬৩ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল অতিশীঘ্রই প্রকাশ করা হবে। ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে।

এবিএন/ওবায়দুল হক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত