
বেরোবি (রংপুর), ২৩ সেপ্টেম্বর, এবিনিউজ : শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ে বাস্তব ধারণা ও দক্ষতা বাড়ানোর জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেগম রোকেয়া ইউনিভার্সিটি ক্যারিয়ার স্কুলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ব্যাংকিং সেক্টর ও প্রাইভেট জবের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন বার্জার পেইন্ট-এর রংপুর ব্রাঞ্চ ম্যানেজার মো: মাহাফুজুল ইসলাম এবং ব্রাক ব্যাংকের রংপুর ব্রাঞ্চ ম্যানেজার মো: দুলাল মিয়া। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বেগম রোকেয়া ইউনিভার্সিটি ক্যারিয়ার স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষক মো: নুরনবী ইসলাম, মো: আশানুজ্জামান, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাজী রেজুয়ান হোসেন এবং হাবীবুুর রহমান উপস্থিত ছিলেন।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা