
বেরোবি (রংপুর), ২৩ সেপ্টেম্বর, এবিনিউজ : জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিশ্ব শান্তির মডেল প্রস্তাব করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ শনিবার দুপুরে একটি আনন্দ মিছিল ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে ্একটি পথসভায় মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার হল শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা