জামালপুর, ২৩ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল পর্ব ২২ সেপ্টেম্বর বিকেলে ব্রহ্মপুত্র নদীর শ্যামপুরে ফেরিঘাটে অনুষ্ঠিত হয়। খেলায় ইসলামপুর মালমারা গ্রামের আনোয়ার হোসেনের নৌকা জননী চ্যাম্পিয়ন এবং নাপিতেরচরের গুলজার হাজীর নৌকা বিজলী রানার্স আপ হয়। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নৌকাবাইচে মোট ৩০টি দল অংশ গ্রহণ করে। ১১নং শ্যামপুর আওয়ামী লীগ এর আয়োজন করে।
পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার খেলার সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা