![অর্থ আত্মসাৎ : সরিষাবাড়ীতে পৌর কর্মচারী বরখাস্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/23/abnews-24.bbbbbbbbbbb_101406.jpg)
জামালপুর, ২৩ সেপ্টেম্বর, এবিনিউজ : দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কর আদায়কারী মিয়া হাসান মাসুদ মোন্নাফ সাময়িক বরখাস্ত হয়েছে। পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন জানান- তাঁর বিরুদ্ধে কর আদায়ের টাকাসহ বিভিন্ন খাতের অর্থ আত্মসাত, কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, স্থানীয় ও দলীয় প্রভাবে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ছিল। পৌরসভার মেয়র-কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের বৃহষ্পতিবার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কর আদায়কারী মিয়া হাসান মাসুদ মোন্নাফকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে প্রায় ১৩টি মামলা আছে। একাধিকবার তাকে সাময়িক বরখাস্ত করেছে। ওয়ান-ইলেভেনের সময় তিনি পালিয়ে রক্ষা পান।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা