![আগৈলঝাড়ায় মোটরসাইকেলসহ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/23/barisal_abnews24 copy_101454.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২৩ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের খালেক মোল্লার ছেলে গঁাঁজা ব্যবসায়ী জলিল মোল্লাকে ১০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেলসহ শুক্রবার সন্ধ্যায় রাজিহার থেকে গ্রেফতার করেছে এসআই শাহজাহান।
ওই রাতেই এসআই শাহজাহান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের দায়ের করেন। গ্রেফতারকৃতকে আজ শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি