শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সাবেক বার্তা সম্পাদকের রহস্যজনক মৃত্যু

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সাবেক বার্তা সম্পাদকের রহস্যজনক মৃত্যু

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, এবিনিউজ : এক মাসও হয়নি, তার মধ্যে ভারতের দুই প্রান্তে খুন হয়েছেন দুজন সাংবাদিক। কর্নাটকে গৌরী লঙ্কেশ, ত্রিপুরায় বাঙালি সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনের পরই আজ শনিবার চণ্ডীগড়ের মোহালিতে রহস্যজনক ভাবে মৃত্যু হল আরও এক সাংবাদিকের।

পুলিশ জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম কে জে সিংহ। তিনি মোহালির একজন প্রবীণ সাংবাদিক। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সাবেক বার্তা সম্পাদক ছিলেন। এ দিন মোহালির বাড়িতে ওই সাংবাদিক ও তার বৃদ্ধা মা গুরুচরণ কউরের দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

মোহালির ডেপুটি পুলিশ সুপার অমল বিজয় সিংহ জানিয়েছেন, দুজনের গলাতেই ক্ষতের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, সাংবাদিক ও তার মাকে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কে জে সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল টুইট করে জানিয়েছেন, আমি এই হত্যার তীব্র নিন্দা করি। অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে আবেদন জানিয়েছি।

বাড়িতে ঢোকার সময় দুষ্কৃতীরা গৌরী লঙ্কেশকে কাছ থেকে গুলি করে হত্যা করে। সেই ঘটনার পর প্রায় এত মাস কেটে গিয়েছে, এখনও আসল অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। লঙ্কেশের মৃত্যু দেশজুড়ে প্রতিবাদের ঝড় তুলেছিল। কালবুর্গি, দাভোলকর, লঙ্কেশেই হত্যাকারীদের ধারালো অস্ত্র থেমে থাকেনি। সম্প্রতি ত্রিপুরায় খুন হয়েছেন তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। এই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে লঙ্কেশ খুনের কিনারা এখনও হয়নি।

-আনন্দবাজার পত্রিকা

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত