বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার), ২৪ সেপ্টেম্বর, এবিনিউজ : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর গনহত্যা, ধর্ষণ, লুন্টনসহ নৈরাজ্যের প্রতিবাদে আজ রবিবার দুপুরে কুলাউড়ার হিংগাজিয়া বাজারে এক বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন দক্ষিণ হিংগাজিয়া ইবতেদায়ী মাদ্রাসা,ইসলামী সমাজ কল্যান পরিষদ হিংগাজিয়া,হিংগাজিয়া রক্তদান সামাজিক ক্রীড়া সংঘ, ব্রাম্মনবাজার উদিয়মান সমাজ কল্যান সংঘ, হিংগাজিয়া ইসলামীয়া যুব সংঘ, তালামীযে ইসলামীয়া ৯ নং ওয়ার্ড ও হিংগাজিয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্টানের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

মানব বন্ধনে ব্যবসায়ী মাও. মো: আশরাফুজ্জামান আলমাছের সভাপতিত্বে ও হিংগাজিয়া রক্তদান সামাজিক ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক অয়েছ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিআরডিবিরি সাবেক চেয়ারম্যান ডা:মুহিবুর রহমান, চা বাগান ব্যবস্থাপক ও সমাজ সেবক আবু নায়েম মিছবা, হিংগাজিয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি কামাল আহমদ।

আরও বক্তব্য রাখেন সম্পাদক বিনয় ভুষন সরকার,প্রধান শিক্ষক লুৎফুর রহমান তালুকদার, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদ খান, হিংগাজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাও.ফয়জুর রহমান, ইউপি সদস্য আব্দুল মতিন, হিংগাজিয়া বাজার জামে মসজিদের সভাপতি আছদ্দর আলী প্রমুখ।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত