![ফেনীতে ডায়াগনষ্টিক সেন্টার এর মার্লিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/24/abnews-24.b_101583.gif)
ফেনী, ২৪ সেপ্টেম্বর, এবিনিউজ : ফেনীতে ফের ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার শহরের হাসপাতাল সড়কের সোনালী ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা।অভিযানের সময় এক্স-রে মেশিনের লাইসেন্স না থাকা ও সার্টিফিকেট বিহীন টেকনিশিয়ান দ্বারা ল্যাব পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জাফর আহাম্মদকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এসময় সরকারী নির্দেশনা মেনে ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনার নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা একটি ডায়াগনষ্টিক সেন্টারের জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যসেবা খানে শৃঙ্খলা আনতে এ ধরণের অভিযান অব্যাহ থাকবে। এর আগে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের ট্রাংক রোড ও এসএসকে সড়কের ৩টি হাসপতাল ও ৪টি ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে আড়াই লাখ টাকা জরিমানা ও এক ভুয়া ডেন্টিসকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা