![ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারী গাছ কর্তন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/24/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_101611.gif)
ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর, এবিনিউজ : ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আ’লীগ নেতা গোলাম মাওলা মাসুম শেরওয়ানির নির্দেশে ইউনিয়নের বেশ কয়েকটি মূল্যবান সরকারী মেহগনি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে ইউনিয়নের কাচাবালিয়া বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটানোর খবর পেয়ে ঝালকাঠি বনবিভাগ এক কর্মকর্তা সরেজমিন গিয়ে কর্তনকৃত গাছটি উদ্ধার করে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রেখেছেন বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, কাচাবালিয়া গ্রামের ছোমেদ হাওলাদার এর জমিতে বেশ কয়েক বছর পূর্বে তার জমিতে মেহগনি গাছ লাগান। পরবর্তিতে সৃজিত গাছের জমি রাস্তা সরকারী রেকর্ডে চলে যায়। ছোমেদ চেয়ারম্যানের কাছে গাছটি কেটে নেয়ার জন্য মৌখিকভাবে বহুভাবে অনুরোধ করলে চেয়ারম্যান মানবিক দৃষ্টিতে তাকে গাছ কেটে নেয়ার অনুমতি দেন। স্থানীয় এক ব্যাপারী জানান, কর্তনকৃত গাছটির দাম কমপক্ষে ২০ হাজার টাকা রয়েছে বলে জানাগেছে।
স্থানীয় আ’লীগের একটি সূত্র জানায়, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলমের ভাগ্নে হিসাবে তার একক সিদ্ধান্তে স্থানীয় ত্যাগী-পরিক্ষিত নেতাদের মাইনাজ করে গত ইউপি নির্বাচনে গোলাম মাওলা মাসুম শেরওয়ানিকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দেয়া হয়। সদর উপজেলা বন কর্মকর্তা জিয়াউল ইসলাম বাকলাই জানান, সরকারী বন বিভাগের গাছ কর্তনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় আসি।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা