বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে সাংস্কৃতিক উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

ঝালকাঠিতে সাংস্কৃতিক উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

ঝালকাঠিতে সাংস্কৃতিক উৎসব বাস্তবায়ন কমিটি গঠন

ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর, এবিনিউজ : সাংস্কৃতিক কর্মকান্ডে গতি আনাসহ সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে প্রাণসঞ্চার করার লক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ঝালকাঠিতে আগামী মাসে (অক্টোবর) সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. হামিদুল হক এজন্য ১৩ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করেছেন। কমিটিতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালককে আহ্বায়ক করা হয়েছে।

সদস্যরা হলেন (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) জেলা পরিষদের সচিব, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক ডক্টর ইমাদুল হক মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কুমার কর্মকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা শিশু একাডেমির জেলা সংগঠক, বিটিভি প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু ও জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত