শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মন্ত্রী বরাবর স্মারকলিপি

অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মন্ত্রী বরাবর স্মারকলিপি

অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মন্ত্রী বরাবর স্মারকলিপি

হবিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, এবিনিউজ : খায়াই নদী খনন ও নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে পানি সম্পদ মন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার বিশ^ নদী দিবস উপলক্ষে আজ রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। এতে ৫টি দাবি উল্লেখ করা হয়। এগুলো হচ্ছে, খোয়াই নদী খনন করে নদীর তলদেশ গড় উচ্চতা থেকে দশফুট গভীরে নিতে হবে। বাঁধের উভয় তীরে গজিয়ে উঠা অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ করতে হবে, বাঁধের দুর্বল ও ক্ষয়ে যাওয়া অংশগুলো মেরামত করতে হবে, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত বালু এবং মাটি উত্তোলন বন্ধ করতে হবে, নদীর তীরে ফেলা বর্জ্য অপসারণ করতে হবে এবং বর্জ্য ফেলা বন্ধ করত হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাপা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বাপা সহ-সভাপতি লেখক তাহমিনা বেগম গিনি, বাপা সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, আলাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম প্রমূখ।

এবিএন/নুরুজ্জামান ভুইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত