শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজবাড়ীতে দুই মাদক বিক্রেতা আটক

রাজবাড়ীতে দুই মাদক বিক্রেতা আটক

রাজবাড়ী, ২৪ সেপ্টেম্বর, এবিনিউজ : রাজবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ রবিবার বিকেলে জেলা শহরে এ অভিযান চালানো হয়।

আটকরা হলো জেলা শহরের দুই নম্বর বেড়াডাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রেজাউল ইসলাম মানিক (৩২) ও তিন নম্বর বেড়াডাঙ্গা এলাকার মো. গোলাম মওলার ছেলে মো. নাজমুল হাসান (৩৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে জেলা শহরের দুই নম্বর বেড়াডাঙ্গা এলাকায় রেজাউল ইসলাম মানিকের শোবার ঘরে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

অপর অভিযানে শহরের সজ্জনকান্দা এলাকায় কমল ম্যনশন মার্কেটে নাজমুল হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক মানিক ও নাজমুল দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত