শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফেনীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

ফেনী, ২৫ সেপ্টেম্বর, এবিনিউজ : ফেনী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

রবিবার মধ্যরাতে মুক্তবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নানের (৪৫) বাড়ি লক্ষীপুর। তিনি ফেনী শহরে সুমনের কলোনিতে ভাড়া থাকতেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক রিকশাটিকে চাপা দিলে মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত