![বন্যার্তদের ত্রাণ দিতে মানিকগঞ্জে যাচ্ছেন সাকিব](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/25/sakib_abnews_101708.jpg)
মানিকগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, এবিনিউজ : বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান বন্যার্তদের মাঝে বিসিবির ত্রাণ কার্যক্রমে অংশ নিতে আজ সোমবার দুপুরে মানিকগঞ্জে আসছে।
আজ সোমবার বিকেল ৩টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে বিসিবির পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বিসিবি পরিচালক আকরাম খান, অভিনেতা মোশারফ করিম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে সাকিব এর আগমন ও ত্রাণ বিতরন উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ইতিমধ্যে সাকিবকে একনজর দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল সিরিজ খেলতে গেলেও দুই টেস্ট থেকে ছুটি নিয়ে দেশেই অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি