সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আর্ন্তজাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে : সেতুমন্ত্রী

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আর্ন্তজাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে : সেতুমন্ত্রী

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আর্ন্তজাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে : সেতুমন্ত্রী

বান্দরবান, ২৫ সেপ্টেম্বর, এবিনিউজ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সেতু মস্ত্রী বলেন কুটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আর্ন্তজাতিক ভাবে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা আশাবাদী খুব শিগ্রই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে।

আজ সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুর রহমান এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ৩৪ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মনজুরুল হাসান, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, অতীতে ত্রাণ নিয়ে অনেক অনিয়ম হয়েছে। কিন্তু এবারের রোহিঙ্গা সংকটে ত্রাণ বিতরণ নিয়ে কোন অনিয়ম ও উশৃঙ্খলতা সৃষ্টি হয়নি। সেনাবাহিনী ও প্রশাসনের তদারকিতে সুষ্ট ও শান্তিপুর্ণভাবে ত্রান বিতরণ অব্যহত রয়েছে। তিনি আরো বলেন, মানবতার পক্ষে দাড়ানোর কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত