
আগৈলঝাড়া (বরিশাল), ২৫ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় ১৪১টি পূজামন্ডপে সরকারী অনুদান ও স্থানীয় এমপির নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে উপজেলার ১৪১টি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারী অনুদান ও স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে পূজামন্ডপ প্রতি ১৯ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম উদ্দিন সরদার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইলিয়াস তালুকদার, সোয়েব ইমতিয়াজ লিমন প্রমুখ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি