![লে. কর্নেল আজাদের পরিবারকে অনুদান দিল ইসলামী ব্যাংক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/25/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_101785.jpg)
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, এবিনিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটে জঙ্গী বিরোধী অভিযানে বোমা বিস্ফোরণে নিহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ বিপিএম, পিপিএম-এর পরিবারকে ৩৮ লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান ২৫ সেপ্টেম্বর ২০১৭, সোমবার নিহত আবুল কালাম আজাদের স্ত্রী মোসাম্মাৎ সুরাইয়া সুলতানার নিকট এ চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান, নিহত আবুল কালাম আজাদের মাতা সাদিয়া করিম ও ছোট ভাই মো. ইউসুফ হাসান উপস্থিত ছিলেন।
এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা