শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জে ৬২০ মন্ডপে পূজা

হবিগঞ্জে ৬২০ মন্ডপে পূজা

হবিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর, এবিনিউজ : ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গোৎসব শুরু আজ। আজ ষষ্ঠী পূজায় দেবীর আমন্ত্রন ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা পাবে। হবিগঞ্জ জেলায় ৬২০টি মন্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সার্বজনীন ৬০৪টি ও ব্যক্তিগত ১৬টি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কমার দেব মনা এ তথ্য জানিয়েছেন। পৌর শাখার সাধারণ সম্পাদক গৌতম রায় জানান হবিগঞ্জ পৌরসভায় ৩৫টি পূজা অনুষ্ঠিত হবে। ৩১ টি সার্বজনীন ও ৪ টি ব্যক্তিগত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সম্পূন্ন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। জমজমাট হয়ে উঠছে বিপনি বিতানগুলো। শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে দিয়ে অপরূপ সাজে প্রতিমার গায়ে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন। মন্ডবগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর দিনে প্রতিমা বির্সজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় হয়েছে। মন্ডবগুলোতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষনিক মোতায়েন থাকবে।র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি পূজা আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিমও থাকবে নিরাপত্তার দায়িত্বে।

এবিএন/মো.নুরুজ্জামান ভূইয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত