
গোপালগঞ্জ, ২৬ সেপ্টেম্বর, এবিনিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলাসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত বিষ্ণু চরন খাঁর ছেলে শ্রীবাস খাঁ (৪৫) একই গ্রামের গৃহবধূ নাজমা বেগম (৪০)। আহত হয়েছেন নাজমা বেগমের স্বামী কৃষক নজরুল ইসলাম শেখ (৫০)।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবির জানান, চর কুশলী গ্রামের কৃষক নজরুল শেখ তার জমিতে সেচ দেয়ার জন্য বাড়ির পাশের সেচ পাম্প চালু করে জমিরে দিকে রওনা দেন।
পরে তার স্ত্রী সাজমা বেগম সেখানে গেলে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। নাজমার চিৎকার শুনে প্রতিবেশী শ্রীবাস তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে নাজমার স্বামী নজরুল তাদের উদ্ধার করতে এসে বিদুৎস্পৃষ্ট হন। এতে ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রীবাস ও নাজমাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/এমসি