![মেলান্দহে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানবনবন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/26/jamalpur_abnews_101962.jpg)
জামালপুর, ২৬ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন-বিতাড়নের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
শহীদ সমর থিয়েটার আয়োজিত শহীদ মিনারেরর সামনে ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন-পৌর আওয়ামী লীগ সভাপতি ও প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ফটো সাংবাদিক জিল্লুর রহমান রতন প্রমুখ।
শহীদ সমর থিয়েটারের সভাপতি-প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু মানবন্ধনের নেতৃত্ব দেন।
এবিএন/শাহ জামাল/জসিম/এমসি