সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘মানবিক সংকটের সময় সরকারের সমালোচনা করছে বিএনপি’

‘মানবিক সংকটের সময় সরকারের সমালোচনা করছে বিএনপি’

‘মানবিক সংকটের সময় সরকারের সমালোচনা করছে বিএনপি’

নীলফামারী, ২৬ সেপ্টেম্বর, এবিনিউজ : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রোহিঙ্গা ইস্যুটি আমাদের দেশে একটি মানিবক সংকটে তৈরী হয়েছে। এই মানবিক সংকটের সময় যারা সমালোচনা করে, সহযোগিতা না করে তাদের ব্যাপারে আমার ও আমাদের সরকারের বলার কিছুই নাই।

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এবি ব্যাংকের সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সমাগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন রোহিঙ্গাদের সমস্যাটি একটি জাতীয় দূর্যোগে পরিণত হয়েছে, এই জাতীয় দূর্যোগে আমারা প্রত্যাশা করি যে গোটা জাতি ঐক্যবদ্ধ থেকে এই দূর্যোগ মোকাবেলা করবে। বাংলাদেশে আশ্রিয়ত বিপুল পরিমানের রোহিঙ্গা জনগোষ্ঠিকে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা প্রদান করে যাচ্ছে সরকার।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দেশের জনগণ ও পাশাপাশি দেশের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা জনগোষ্ঠিদের সহযোগিতা করছে।

অথচ এই মানবিক সংটটের সময় বিএনপির মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা না করে সরকারের সমালোচনা করে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। তারা যদি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে দায়িত্বশীল দৃষ্টিকোন থেকে সমালোচনা না করে সরকারের কর্মকান্ডকে সমর্থন দিবে বলে দেশবাসী প্রত্যাশা করছে।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসনে, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব-ই- সোবহানি সিকদার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইফতেখার এনাম আওয়াল ও রংপুর শাখার রিলেশনশীপ ম্যানেজার ফজলে রহমান।

ERROR while connect: mysql_error