![সরিষাবাড়ির নিখোঁজ পৌরমেয়র শ্রীমঙ্গলে উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/27/rukunujjaman_102088.jpg)
মৌলভীবাজার, ২৭ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার নিখোঁজ মেয়র রুকুনুজ্জামানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন অফিসের সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে উদ্ধার করে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, সরিষাবাড়ি পৌরসভার নিখোঁজ মেয়র রুকুনুজ্জামানকে কালিঘাট ইউনিয়ন অফিসের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অসুস্থ। পরে বিস্তারিত জানানো হবে।
মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামালপুরের সরিষাবাড়ীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামান রাজধানীর উত্তরা থেকে সোমবার সকালে নিখোঁজ হন।
নিখোঁজের আগে ফেসবুক স্ট্যাটাসের এক অংশে মেয়র রুকুনুজ্জামান লিখেন, ‘নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে, আমাকে হত্যা করা হলেও তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।’
দিনভর কোনো খোঁজ না পেয়ে মেয়রের ভাই সাইফুল ইসলাম টুকন সোমবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৬১১) করেন।
এবিএন/জনি/জসিম/জেডি