![মাদারীপুরে বিদেশী মদসহ মাদক ব্যাবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/27/komol-malo_102222.jpg)
মাদারীপুর, ২৭ সেপ্টেম্বর, এবিনিউজ : মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় ৬ বোতল বিদেশী ও ২ বোতল দেশী মদ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল এসআই আঃ রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কোমল মালোকে ৬ বোতল বিদেশী ও ২ বোতল দেশী মদসহ গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ী কোমল মালো গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোহালা গ্রামের মানু মালোর ছেলে।
এ ব্যাপারে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ শুকদেব রায় সত্যতা স্বীকার জানান মাদারীপুর জেলা কে মাদক মুক্ত না করা পর্যন্ত ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় রাজৈর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের এর প্রক্রিয়াধীন।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক