
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকারের পতন ঘটাতে জনগণ তাঁদের দিকে চেয়ে আছে। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় নোমান এই মন্তব্য করেন।
নোমান বলেন, ‘আমাদের আন্দোলন সংগ্রামের আমরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছি। বুলেটের চেয়ে শক্তিশালী যে ব্যালট, আন্দোলনে সব সময় কিন্তু জনতা জিতেছে। কোনো সময়ে কিন্তু অস্ত্র বা অস্ত্রধারী জিততে পারেনি, পরাজিত হয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছে। ক্ষমতা থেকে পিছু হটেছে ইটের খোয়া এবং বাঁশের লাঠির কাছে।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আন্দোলন গড়ে তুললেই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলুন আর সহায়ক সরকার বলুন, এটা আলোচনার টেবিলে হয়ে যাবে, আমরা তা মনে করি না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।