![খাগড়াছড়ির ধুমনীঘাট এলাকায় বজ্রপাতে সহকারী শিক্ষিকার মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/28/bojropat@abnews_102279.jpg)
খাগড়াছড়ি, ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় মহালছড়ি উপজেলার ১নং মহালছড়ি ইউপির ধুমনীঘাট এলাকায় প্রচন্ড বজ্রপাত আঘাতে উ: মনি জ্যোতি টেকনিক্যল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। সোমবার গভীর ভোর রাতে মূষল বৃষ্টিপাত ও প্রচন্ড বজ্রপাত আঘাতে নিজ বাসায় অকালে তলিকা ত্রিপুরা(২১) মৃত্যুবরন করেন। তিনি মৃত্যুকালে তার বাবা চন্দ্রজয় ত্রিপুরা, মাতা-নন্দিনী কুমার ত্রিপুরাসহ বোন ও দুই ভাই রেখে গেছেন।
মৃত্যুকালে তলিকা ত্রিপুরার মাথায় ও চুলে কিছু অংশ সম্পুর্ন বজ্র আঘাতে পুড়ে কালো হয়ে যায় । এ ঘটনায় এলাকার ও উ: মনি জ্যোতি টেকনিক্যল স্কুল এন্ড কলেজের সহপাঠিরা গভীর শোকাহত, পরিবারের প্রতি সহমর্মবেদনা জানিয়েছেন।
ঘটনার বিবরনে জানা যায়, সোমবার গভীর ভোর রাতে মূষলধারে বৃষ্টিপাত ও প্রচন্ড বজ্রপাত হওয়ার সময় ঘরের ছাদে বৃষ্টি ফোতা পড়ার থেকে পরিত্রান পেতে নিজ ব্যবহারকৃত মোবাইলে লাইট জ¦ালিয়ে পাতিল রাখার সময় হঠাৎ তার উপর বজ্রাপত আঘাত হানলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকায় জানাজানি হলে পাড়ার প্রধান/কার্বারী পরামর্শে ষ্পর্শ না করায় সকালে হাসপাতালে নেওয়া হলে মহালছড়ি হাসপাতারে কর্মরত ডাক্তারা মৃত: ঘোষনা করে।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডা: আক্যেপ্রু চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করেছেন। নিহত তলিকা ত্রিপুরার মাথায় ও গলায় বজ্রপাতের আঘাতের চিহূ রয়েছে। মূলত: অজ্ঞান হয়ে স্বাস রোদ্র অবস্থা মারা গেছেন।
সহকারী শিক্ষিকার অকাল মৃত্যুতে উ: মনি জ্যোতি টেকনিক্যল স্কুল এন্ড কলেজের সভাপতি উ: মনি জ্যোতি মহাথেরো, সহ-সভাপতি মংসানাই মাষ্টার, সম্পাদক/অধ্যক্ষ চাইথোয়াই মারমা, সহকারী শিক্ষক শেমন্ত ত্রিপুরা, ম্যাম্যাউ মারমা, মংশে মারমাসহ শিক্ষক/শিক্ষিকারা তলিকা ত্রিপুরার মৃত্যুতে শেকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জালিয়েছেন।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর