![খাগড়াছড়িতে পূজা মন্ডপের নিরাপত্তায় পিএসটি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/28/pst@abnews_102280.jpg)
খাগড়াছড়ি, ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় সদর থানার আওতাধীন ১৬টি দূর্গা পূজার মন্ডপে পূনার্থীদের নিরাপত্তা দিতে মাঠে নেমেছে পুলিশ স্পেশাল টিম(পিএসটি)। মঙ্গলবার বিকেল থেকে পূজা মন্ডপের নিরাপত্তায় নামে পুলিশের স্পেশাল এই টিম।
পোষাকধারী পুলিশের পাশাপাশি এবারের দূর্গা পূজাকে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সুপার আলী আহমদ খানের নির্দেশে ও সদর থানার সহায়তায় এই টিমকে মাঠে নামানো হয়েছে। মন্ডপে মন্ডপে টহলের পাশাপাশি মন্ডপের আশপাশের সড়ক গুলোতে পিএসটি’র অবস্থান থাকবে।
খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল্লাহ আল মাসুদ জানান, পুলিশ সুপার আলী আহমদ খানের নির্দেশে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে। পোষাকধারী ও সিভিল পোষাকের পাশাপাশি স্ট্রাইকিং হিসেবে এই টিম মাঠে থাকবে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত।
সার্বিক নিরাপত্তার বিষয়ে তথ্য দিতে যোগাযোগ করুন: ওসি: ০১৭৩০৩৩৬১৫৫ এবং এসআই মাসুদ: ০১৮১৪৮৬৭২১০. নম্বর যে কোন ঘটনা তাৎক্ষনিক যোগাযোগ করতে বলা হয়েছে।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর