বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দূর্গা পুজার বিশেষ নাটক ‘পূজার ডায়েরী’

দূর্গা পুজার বিশেষ নাটক ‘পূজার ডায়েরী’

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : শরৎ শুভ্রতার ঋতু। শরৎ মানেই স্নিগ্ধতা। প্রকৃতিতে শরৎ মানেই নদীর তীরে তীরে কাশফুলের সাদা হাঁসি। আশ্বিন মাসের মাঝামাঝি যখন দূর্গা পূজার আয়োজন চলতে থাকে নীল ও পূজা দূরন্ত পাখির মত ছুটে বেড়ায় নদীর ধারে মাঠে- ঘাটে। বন্ধুত্বের আড়ালেও যেন পূজার চোখে ভালোবাসার ছাপ লক্ষ্য করা যায় কিন্তু নীল কে কখনোই বুঝতে দেয়না পূজা। দিনের আলো নিভে গেলে ডায়েরী লিখতে বসে পূজা ডায়েরী যেন পূজার অব্যক্ত কথা গুলোর প্রতিবিম্ব।

অখিল পূজার জেঠাতো ভাই পূজাকে পছন্দ করে আর নীল পূজার ডায়েরী হাতে পেয়ে জানতে পারে পূজা তাকে ভালোবাসে। দুজনেই মনের অব্যক্ত কথা গুলো বলে দিতে চায়। পূজা বৈদ্য বাড়ির মেয়ে নীল সরকার বাড়ির ছেলে এজন্য নীলের বাবা তাদের মেলামেশা কে ঠিক চোখে দেখেনা নীলের ছোট ভাইকে দিয়ে বাবা জানিয়ে দেয় পূজার সাথে না মিশতে।

সামাজিক মর্যদা, জাত বেজাতের লড়াইয়ের মধ্য দিয়ে গল্প টি আগাতে থাকে... পূজা কার হবে নীল না অখিলের। এমনি গল্প নিয়ে এটিএন বাংলায় আগামীকাল রাত ৮.৫০ মিনিটে প্রচার হবে দুর্গা পুজার বিশেষ নাটক ‘পূজার ডায়েরী’। দয়াল সাহা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি.ইউ. শুভ। অভিনয় করেছেন সজল, সারিকা, এস এন জনি।

এটিএন বাংলার শুক্রবারের অনুষ্ঠানসূচী

০৯টা এটিএন বাংলা সংবাদ

০৯টা ১৫মিঃ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘টুইংকৈল বেবী ডায়াপার হেলথ টিপস’

উপস্থাপনা- ডা. জিনিয়া জাফরীন, পরিচালনা- শাহেদ দৌলা খান।

১০টা এটিএন বাংলা সংবাদ

১০টা ৩৫মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টারলাইন রান্নাঘর’ (পর্ব-৫৫)

উপস্থাপনাঃ লবী রহমান, পরিচালনাঃ লানা খান।

১১টা এটিএন বাংলা সংবাদ।

১১টা ১০মিঃ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭’ (পর্ব-২৬)

উপস্থাপনা ও পরিচালনাঃ হাসান আহমেদ চৌধুরী কিরণ।

১২টা এটিএন বাংলা সংবাদ।

১২টা ১০মিঃ জুম্মাবারের ইসলামী অনুষ্ঠানমালা। (৯৫ মিনিট)

০২টা এটিএন বাংলা সংবাদ

০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ

০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সমাধী’ পরিচালনা- শাহীন সুমন।

অভিনয়েঃ ।

০৪টা এটিএন বাংলা সংবাদ

০৫টা গ্রাম-গঞ্জের খবর

০৬টা ইংরেজি সংবাদ।

০৭টা এটিএন বাংলা সংবাদ

০৭টা ৪৫মিঃ রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী ২০১৭’ (পর্ব-০৩)

পরিচালনা- আসলাম শিকদার।

০৮টা ৫০মিঃ ব্রাদার্স ফার্নিচার নিবেদিত বিশেষ নাটক ‘পূজার ডায়েরী’

রচনা- দয়াল সাহা, পরিচালনা- বি ইউ শুভ।

অভিনয়ে-

১০টা এটিএন বাংলা সংবাদ

১০.৪৫টা এ সপ্তাহের ছায়াছবি ‘আজব প্রেম’ পরিচালনা- ওয়াজেদ আলী সুমন।

০১টা এটিএন বাংলা সংবাদ।

[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা।]

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত