শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত

হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত

হবিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : আজ বৃহস্পতিবার হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী সুস্মিতা চক্রবর্তী দেবী রূপে পূজিত হয়েছে। সে সিলেট জেলার বাগবাড়ি গ্রামের শ্রী কৃষ্ণ চক্রবর্তী ও চম্পা চক্রবর্তীর কন্যা। সিলেট অগ্রগ্রামী সরকারি স্কুল এন্ড কলেজের ৩ শ্রেণীর ছাত্রী। শারদীয় দুর্গাপূজা উৎসবের উল্লেখযোগ্য কুমারী পূজায় ভক্তবৃন্দ শিশু কুমারীর মধ্যে বিরাজিত দুর্গামাতাকেই তাদের শ্রদ্ধা অর্ঘ্য অর্পন করেন। সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে উঠে রামকৃষ্ণ মিশন এলাকা। কুমারী পূজায় অংশ নিতে হবিগঞ্জ জেলা ছাড়াও বি-বাড়ীয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট ও ভারত হতে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হন। কুমারী পুজা উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের পুরো এলাকাকে নিয়ে আসা হয় ক্লোজ-সার্কিট ক্যামেরার আওতায়।

এবিএন/নুরুজ্জামান ভুঁইয়া/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত