বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুলাউড়ায় অবশেষে বেপয়োরা হাতিকে পাকড়াও : এলাকায় স্বস্তির নি:শ্বাস
হাতির আক্রমনে ২ জনের মৃত্যু

কুলাউড়ায় অবশেষে বেপয়োরা হাতিকে পাকড়াও : এলাকায় স্বস্তির নি:শ্বাস

কুলাউড়ায় অবশেষে বেপয়োরা হাতিকে পাকড়াও : এলাকায় স্বস্তির নি:শ্বাস

কুলাউড়া (মৌলভীবাজার), ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : জাতীয় চিড়িয়াখানা ও ডুলহাজরা সাফারি পার্কের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে পরিচালিত আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবশেষে নিয়ন্ত্রিনহীন বেপরোয়া হাতিটিকে পাকড়াও করল বন বিভাগ। টানা ৫ দিনের অভিযানের পর আজ বৃহস্পতিবার কুলাউড়ার উপজেলার মেরিনা চা বাগানে এ হাতিকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলো বন বিভাগের চৌকুস কর্মকর্তাগন। আর এতে করে গত ১৫ দিনের এতদঞ্চলের মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতংকের অবসান ঘটল বলে বন বিভাগ জানিয়েছে।

কুলাউড়া প্রানী সম্পদ অধিদপ্তর ও বন বিভাগ সুত্রে জানা গেছে, জুড়ীর মামুনুর রশীদের মালিকানাধীন পোষা হাতিটি প্রজনন জনিত কারনে গত ১ মাস থেকে নিয়ন্ত্রনহীন ছিল। ২ সপ্তাহ পূর্বে জুড়ীর এলাপুর চা বাগানের মংগল কাড়িয়া(৪০)ঐ বেপরোয়া হাতির আক্রমমে নিহত হওয়ার পর গত ২৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র গনি মিয়া(৪৫) কে মেরিনা চাবাগানে হাতিটি মেরে ফেলে। এরপরে হাতি ধরতে বন বিভাগ অভিযানে নামে। নিয়ে আসে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল।

জাতীয় চিড়িয়াখানার সিনিয়র ভেটেনারী সার্জন ডা:নাজমুল হুদা ,ডুলহাজড়া সাফারী পার্কের বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমান,কুলাউড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:সাঈফ উদ্দিন আহমদ, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম মুনিরুল ইসলাম,সহকারী বন সংরক্ষক রাজেস চাকমা,সহকারী বন সংরক্ষক (বণ্য প্রানী) তবিবুর রহমান,কুলাউড়ার রেঞ্জ অফিসার আবুল কাশেম,ডেপুটি রেঞ্জার রিয়াজ উদ্দিন,বরমচাল বিট কর্মকর্তা আহমদ আলীসহ অর্ধশতাধিক বন কর্মকর্তা/কর্মচারী বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হাতিটিকে ট্রাংন্কুলাইজার গান দিয়ে চেতনানাশক ইনজেকশন পুষিং এর মাধ্যমে হাতিটিকে দাড়ানো অবস্থায় অচেতন করে পরে শিকলবন্ধি করা হয়। বর্তমানে হাতিটি বন বিভাগের নিয়ন্ত্রনে রয়েছে।

এব্যপাারে কুলাউড়া বন বিভাগের রেঞ্জার আবুল কাশেম ও ডেপুটি রেঞ্জার রিয়াজ উদ্দিন জানান, এ পুরুষ হাতি প্রজননজনিত কারনে বেপরোয়া ছিল। কোনভাবেও তাকে নিয়ন্ত্রন করা যাচ্ছিলনা। ইতিমধ্যে হাতিটির আক্রমনে ২ জন লোক প্রানও হারিয়েছেন। এর পর থেকে এলাকায় দেখা দেয় আতংক। অবশেষে বন বিভাগের চৌকুশ কর্মকর্তারা হাতিটিকে নিয়ন্ত্রনে আনেন গতকাল।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত