শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চিতলমারীতে গ্রাম আদালত কার্যকরীকরণে আলোচনা সভা

চিতলমারীতে গ্রাম আদালত কার্যকরীকরণে আলোচনা সভা

চিতলমারীতে গ্রাম আদালত কার্যকরীকরণে আলোচনা সভা

বাগেরহাট, ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে কার্যকরীকরণ করার লক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মুজিবর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু মুছা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল, আলহাজ্ব শেখ নিজাম উদ্দিন, সামিয়া রহমান বিউটি, কাজী আজমীর আলী, ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, সিকদার মতিয়ার রহমান, মাসুদ সর্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয় কারী মোঃ জহির উদ্দীন, উপজেলা সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।

আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে কার্যকরীকরণ করার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত গ্রাম আদালাত সফল ভাবে পরিচালিত করণের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

এবিএন/এস.এস সাগর/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত