বাগেরহাট, ২৮ সেপ্টেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৪১ মন্দিরে স্বেচ্ছাসেবী সংগঠন শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিয় করা হয়েছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার দুই দিনব্যাপী উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন পূর্জা মন্ডপ পরিদর্শন শেষে প্রত্যেক মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ, নির্বাহী পরিচালক চন্দ্র শেখ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক রামকৃষ্ণ বিশ্বাস, নির্বাহী ট্রেজাজার সঞ্চয় কুমার মন্ডল, নির্বাহী সদস্য অনুপ বিশ্বাস, সুকুমার মন্ডল, প্রভাষক প্রদীপ মন্ডল, যুবলীগ নেতা সমীর কর্মকার, এশারত ডাকুয়া, রনজিত বিশ্বাস, শেরে বাংলা কলেজ ছাত্রলীগ সভাপতি আবু তালেব মোল্লা প্রমূখ। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক মন্দির কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় পূর্বক আর্থিক অনুদান প্রদান করা হয়।
এবিএন/এস.এস সাগর/জসিম/তোহা