শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে মধুমতি ব্লাড ডোনার ক্লাবের চার বছর পূর্তিতে আলোচনা সভা

নড়াইলে মধুমতি ব্লাড ডোনার ক্লাবের চার বছর পূর্তিতে আলোচনা সভা

নড়াইলে মধুমতি ব্লাড ডোনার ক্লাবের চার বছর পূর্তিতে আলোচনা সভা

নড়াইল , ২৯ সেপ্টেম্বর, এবিনিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার ‘মধুমতি ব্লাড ডোনার ক্লাব’ এর চার বছর পূর্তিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, জেলা তথ্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর মিলু শরীফ, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক বেলাল সানী, সাধারণ সম্পাদক কাজী আশরাফ, ওবায়দুর রহমান, মির্জা তাহের, হিজবুল্লাহ মুন্সী, এসএম আশিক, আরমান,প্রমুখ। পরে উপজেলা চত্বর থেকে লোহাগড়া পাইলট স্কুল পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়।

মধুমতি ব্লাড ডোনার ক্লাবের কার্যক্রম আরো গতিশীল করতে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু একটি কম্পিউটার প্রদানের কথা বলেন এবং স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন পৌর এলাকায় ব্লাড ক্লাবের জন্য ছয় শতক জমি বরাদ্দের আশ্বাস দেন।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত